Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ||খুলনার খবর

    সাব্বির হাসান আকাশ,বাগেরহাট জেলা প্রতিনিধি||খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন”শ্লোগানে মোংলায় আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মিলনায়তন জাগ্রত যুব সংঘ জেজেএস, রুপান্তর এবং ওয়াটার এইডের যৌথ আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী এবং উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থথিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

    ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড্ওয়াইডর নেতৃত্বে ”পুষ্টি উন্নয়ন অংশগ্রহণমূলক সম্মিলিত ( ক্রেইন )” প্রকল্প আওতায় বৃহস্পতিবার সকাল ১০টায় পুষ্টি সপ্তাহর সমাপনী ও উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। সমাপনী অনুষ্ঠান অন্যান্যদের মধ্য বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা জনস্বাস্য সহকারি প্রকশলী সোহান আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, ফ্রেন্ডশীপ’র মোঃ আতিকুল ইসলাম, জেজেএস’র তরুন বড়ুয়া,রুপান্তর বিপাশা রায় প্রমূখ।

    ২৩-২৯ এপ্রিল ২০২১ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মোংলায় যেসব কর্মসুচি পালন করা হয় তা হলো মা ও শিশুর স্বাস্য সেবা প্রদান, ১৫টি মসজিদ জুমার খুতবায় পুষ্টি বিষয়ক আলোচনা সভা, লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পুষ্টি বিষয়ক কাউন্সলিং প্রদান, এতিমখানা-লিল্লাহ বার্ডিং ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ এবং আশ্রয়ন প্রকল্প ৮০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত খাদ্য এবং পুষ্টি সম্পর্কিত এসডিজি  বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad