পাইকগাছায় লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি কার্যকর করতে তৎপর প্রশাসন || খুলনার খবর
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি||পাইকগাছায় যানবাহন চলাচলের উপর বিধি নিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে বাসষ্ট্যান্ড, জিরোপয়েন্ট, ইজিবাইক ষ্ট্যান্ড, তেলপাম্প সহ উপজেলা সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে লকডাউনের মধ্যে অবাধে যানবাহন চলাচল করায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় চালক এবং পথচারীদেরকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার।
No comments
please do not enter any spam link in the comment box.