খুলনার সোনাডাঙ্গায় ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড || খুলনার খবর
মোঃ মইনুল হাসান,স্টাফ রিপোর্টার|| খুলনার সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল সোমবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় আধাঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদের পেছনে একটি ছোফার কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়। একই সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মিল্টন কেইন ফার্নিচার নামক শো-রুমের কারখানা পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়ে যায়।কারখানায় থাকা লক্ষাধিক টাকার বেত, ফোম, তুলা, কাঠ, কাপড়সহ আনুসাঙ্গিক মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, মোহাম্মদ খানের কাছ থেকে তিনটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর এনামুল কবির তার ফার্নিচারের কারখানা চালিয়ে আসছে। এখানে গ্যাসের সিলিন্ডার, তুলা, ফোমসহ, বানির্শ করার কেমিক্যাল ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনটি ঘরই পুরে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে তদন্ত শেষে আসলে কি ঘটনা তা জানা যাবে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.