Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুটাখালী বাজুয়া থেকে বানিশান্তা পর্যন্ত রাস্তা ও লাউডোব মোংলা ফেরীঘাটের প্রস্তাবিত জায়গা পরির্দশন

    হরষিত বৈদ্য,দাকোপ প্রতিনিধি|| বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি) ও সড়ক ও জনপথ খুলনা বিভাগের এক্সিকিউটিভ ইন্জিনিয়ার জনাব আনিসুজ্জামান মাসুদ ( আর. এইচ. ডি)খুটাখালী বাজুয়া থেকে শুরু করে বানিশান্তা ফরেস্ট পর্যন্ত রাস্তা ও লাউডোব মোংলা ফেরীঘাটের প্রস্তাবিত জায়গা পরির্দশন করেন।

    পরিদর্শনকালে সকলের প্রতি এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অঙ্গীকারমতে মোংলাকে আরো উন্নত ও সমৃদ্ধশালী করে তুলতে চান।দেশের সব জায়গাতে তিনি উন্নয়নের ছাপ রেখে চলেছেন।তারই ধারাবাহিকতায় তিনি খুটাখালী বাজুয়া থেকে শুরু করে বানিশান্তা ফরেস্ট পর্যন্ত রাস্তা ও লাউডোব মোংলা ফেরীঘাটের উন্নয়নে হাত দিয়েছেন। ইতোমধ্যে মোংলার জনগন সেই সুফল পেতে শুরু করেছে।

    দ্রুত প্রস্তাবিত এই সকল কাজগুলি বাস্তবায়ন হলে সাধারণ মানুষ এবং কৃষক উপকৃত হবে।এসব জায়গা পরিদর্শনের সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সকলে উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad