Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়ায় কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগের ছেলেরা || খুলনার খবর

    সাগর কুমার সরকার, সাতক্ষীরা জেলা প্রতিনিধি||শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে দরিদ্র এক কৃষক জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন অবস্থায় রোদ-বৃষ্টিতে তাদের পাকা ধান জমিতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা ওই কৃষকের জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দেয়।

    বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলা ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের পক্ষ থেকে গরিব,দুঃখী,মেহনতি মানুষের ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিলেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

    আজ রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ওই কৃষকের জমিতে যান। সেখানে গিয়ে মাসুদ রানার ২০ শতক জমির পাকা ধান কেটে দেন। পরে ধানের আটি মাথায় করে বাড়িতে পৌঁছে দেন তারা। এদিকে অপ্রত্যাশিতভাবে বিনা মজুরিতে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারায় আনন্দে আত্মহারা হয়ে যান ওই কৃষক।

    কৃষক মাসুদ রানা বলেন, চড়া মূল্যে শ্রমিক দিয়ে ধান কাটলে আমার উৎপাদন খরচ উঠবে না। এই অবস্থায় জমির ধান বৈরি আবহাওয়া নষ্ট হচ্ছিল।তাই ছাত্রলীগের ছেলেরা ধান না কাটলে আমি ধান ঘরেই তুলতে পারতাম না।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি আমরা। বৈরি আবহাওয়ায় ও শ্রমিক সংকটে অসহায় ও দরিদ্র কৃষকের কষ্টের উৎপাদিত ধান যেন নষ্ট না হয় আমরা সে চেষ্টাই করে যাচ্ছি।

    ধানকাটায় অংশ নেন ছাত্রলীগ নেতা ইমাদুল,রিপন,শাওন, মুন্না,নূরে আলম জুয়েল মিয়া, শামীম প্রমুখ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad