যশোরে তরমুজ বিক্রি হচ্ছে লাগামহীন দামে,প্রশাসনের হস্তক্ষেপ কামনা- খুলনার খবর
জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি|| যশোর বাজারসহ আশেপাশে বিক্রি হচ্ছে জনপ্রিয় ফল তরমুজ। এবার দেশে বিভিন্ন এলাকায় ব্যাপক হারে উৎপাদন হয়েছে বাজারে বিক্রিও হচ্ছে চড়া দামে এতে স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হলেও ক্রেতা সাধারন ঠকে যাচ্ছে।
তরমুজের চড়া দামের কারনে অনেক পরিবারের তরমুজ খাওয়ার ইচ্ছা থাকলেও কিনতে পারছে না। সাধারণ মানুষ এই সময় হাট বাজারে পাওয়া যেত যেসব ফল তার ভিতরে অন্যতম ফল হচ্ছে তরমুজ। বর্তমানে রমজান মাসের কারণে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন,আগে তরমুজ বড় ছোট দেইখা থামকো দাম কইয়া কিনতাম।এখন সেটা কেজিতে কিনে খাবো কি করে।আমাদের দাবি প্রশাসন একটু নজরদারি করলে হয়তো দামটা নাগালে থাকতো,আর আমারও কিনে খেতে পারতাম।
যশোর মনিহার এলাকার বাসিন্দা শরিফুল জানান,একটা তরমুজ ভালো দেখে ওজন করতে বললাম,তরমুজের ওজন ১২ কেজি এখন দোকানদার দাম চাইলো ৪৮০ টাকা শুনে ভাবলাম আর কয়েকটা টাকা বেশি দিয়ে এককেজি গরুর মাংস কিনে পরিবার সহ খেলেই ভালো হবে।তবু্ও তরমুজ কেনার স্বাধ মিটে গেলো।
যশোরের কমবেশি হাটবাজার,মোড়ে মোড়ে, অলিগলির সামনেই তরমুজ বিক্রি হচ্ছে।কিন্তু দামের কারণে অনেকেই কিনতে হিমশিম খাচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.