Sunday, March 16.

Header Ads

1669186348011
  • শিরোনাম সর্বশেষ

      

    খুলনার সুন্দরবনে সব ধরনের পর্যটক প্রবেশ অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষনা || খুলনার খবর

    .com/img/a/



    20210403_115152
    খুলনার খবর||করোনার বিস্তার প্রতিরোধে অনিদির্ষ্টকালের জন্য সুন্দরবনে সব ধরনের পর্যটক প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন।গতকাল শুক্রবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তি বলা হয়, সুন্দরবনসহ জেলার সব পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সুন্দরবনের সাতক্ষীরার বুড়িগোয়ালিনীপর্যটকবহনকারী প্রায় ৫ শতাধিক ট্রলার রয়েছে।যার ওপর ভর করে তাদের ভরণপোষণ চলে। সুন্দরবনে পর্যটক ঢোকা বন্ধ করে দেয়ায় তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।

    সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার এক চিঠিতে শুক্রবার থেকে সব পর্যটককেন্দ্র পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি বিস্তার প্রতিরোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

    সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে।পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বন বিভাগের অধীনে থাকা সব পর্যটন স্পট বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here

    Post Bottom Ad