খুলনায় লকডাউনের প্রথমদিনে ৮৫টি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা || খুলনার খবর
খুলনার খবর||করোনাভাইরাসের বিস্তার রোধে দ্বিতীয় দফায় দেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।গতকাল বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে ছিল খুলনা প্রশাসন।এই লকডাউনে খুলনা জেলাজুড়ে অভিযান পরিচালনা করে ৮৫টি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, খুলনা মহানগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী মোট ৮টি টিম অভিযান পরিচালনা করে। এতে ৩৭ মামলায় ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলাগুলোতে অভিযান পরিচালনা করেন জেলার স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। এসব অভিযানে উপজেলায় মোট ৪৮ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার ও এপিবিএনের সদস্যরা।
No comments
please do not enter any spam link in the comment box.