Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লকডাউন উপেক্ষা করায় খুলনায় ৬০ জনকে ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা

    খুলনার খবর||লকডাউন উপেক্ষা করে ঘোরাঘুরি, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগে খুলনা মহানগরী ও জেলায় ৬০ জনকে ৩৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

    গতকাল শনিবার (১৭ এপ্রিল) সারাদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, আরিফুল ইসলাম, দেবাশীষ বসাক, এস এম রাসেল ইসলাম নূর, নূরী তাসমিন ঊর্মি, তাহমিনা সুলতানা নীলা, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, হামিদা মোস্তফা, জাকিয়া সারোয়ার লিমা এবং সৈয়দ রেফাঈ আবিদ এর নেতৃত্বে মোট ৬টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪ জনকে ছাব্বিশ হাজার চারশ টাকা জরিমানা করা হয়।
    অপরদিকে জেলার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৬ জনকে বারো হাজার তিনশ টাকা জরিমানা করেন।

    এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার, এপিবিএন ও র‍্যাবের সদস্যরা।

    2 comments:

    1. khulna boro bazar thanar mor ar dike ki mazistret ashte pare na naki.. ay alakay kono sawstho bidi mana hoy na r onek dokan ache ja khola rakha hocheee so can u do something...

      ReplyDelete
      Replies
      1. আপনার পতিক্রিয়া আমরা আমলে নিয়ে আজ আপনার মন্তব্যের উপর নিউজ করবো। আমাদের সাথেই থাকবেন।

        Delete

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad