সাতক্ষীরায় আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার || খুলনার খবর
খুলনার খবর|| সাতক্ষীরার গড়েরকান্দা এলাকার একটি আম বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের গড়েরেকান্দা ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩২)। সে সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা গড়েরকান্দা এলাকার মো.ওবায়দুলাহর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জেসমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বাড়িতে বিল থেকে কেটে আনা ধান ওঠানো-নামানো নিয়ে তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এরপর রাতে কোন এক সময় সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।
এ বিষয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান শামস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এটি আত্মহত্যা না হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি সুরতহাল রিপোর্ট এর জন্য মর্গে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.