খুলনায় জেলা পরিষদে দরপত্র দাখিলকে কেন্দ্র করে হামলার ঘটনা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনায় জেলা পরিষদে ঘাটের ইজারা নিতে দরপত্র (টেন্ডার) দাখিলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩জন।গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহতের হলেন নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সত্তার খলিফা, তার ছেলে কামরুজ্জামান খলিফা ও জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার। তাদেরকে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, খুলনা জেলা পরিষদের আওতায় নগরীর কাস্টমস ঘাট, কালিবাড়িঘাট ও দৌলতপুরসহ ৬টি ঘাটের ইজারা গ্রহনের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার।জেলা পরিষদের সামনে একটি পক্ষ সকাল থেকেই দরপত্র দাখিলে বাধা দেয়। তারা ওই বাধা উপক্ষো করে নগরীর কাস্টমস ঘাটের ইজারার দরপত্র সকালে জেলা পরিষদে দাখিল করতে যায়। সে সময় আহত আব্দুস সত্তার খলিফার ছেলে ও তার বন্ধু জলিল তালুকদার টেন্ডার জমা দেওয়ার সাথে সাথে একটি পক্ষ এসে মারধর করে। পরে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সত্তার খলিফা সেখানে পৌছালে পিছন থেকে এসে তাকেও মারপিট করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
No comments
please do not enter any spam link in the comment box.