নগরীতে ভূয়া পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| নগরীর সোনাডাঙ্গা থানার বাংলা বাজার শপিংমল এলাকা থেকে মো. নকিব তুষার হোসেন (৩৫) এক ভূয়া পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।তার বাড়ি বাগেরহাট জেলা সদরের কাশিমপুর পিসি ডেমা এলাকায়।পিতার নাম মোঃ নকিব নুর ইসলাম।
র্যাব-৬ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় র্যাব-৬ অভিযান পরিচালনা করে। এসময় বাংলা বাজার শপিং মল এলাকা থেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নকিব তুষার হোসেনকে গ্রেফতার করা হয়।আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত নিজেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে মানুষের সহিত বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে প্রতারনা করে আসছে। আরও জানা যায় যে, সে মোহাম্মদনগরের মো. পারভেজ সরদারের দোকানের কর্মচারী মো. শাহাবুর চৌধুরীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩ জানুয়ারি ১লাখ ৭৫হাজার টাকা এবং কেশবপুরের ওয়াসীম দাসের শ্যালককে বঙ্গভবন অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় পারভেজ সরদার বাদী হয়ে র্যাবের সহযোগিতায় লবণচরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.