খুলনার আলীম জুট মিল শ্রমিক-কর্মচারীদের সংবাদ সম্মেলন||৩ দিনের কর্মসুচি ঘোষনা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||ইয়াকুব রাজা|| আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধ এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে মিলটি রক্ষার দাবিতে গতকাল রবিবার সকাল ১১টায় মিলের ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন
করে।
সংবাদ সম্মেলনে ৩ দিনের কর্মসুচি ঘোষনা করেছে। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সদস্য মোঃ আমিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ১৯৬৮ সালের ১জুলাই মেসার্স আলীম জুট মিলস লিঃ নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।পরবির্ততে ১৯৭২ সালে তৎকালিন রাষ্ট্রপতির আদেশ বলে (পিও২৭) মিলটি রাষ্ট্রায়ত্ব করে বিজেএমসি’র নিয়ন্ত্রণে মিলটি অদ্যবদি পরিচালিত হয়ে আসছে। মেসার্স শিল্প প্রতিষ্ঠান লিঃ মিলের শেয়ার দাবী করে আদালতে রিটের মাধ্যমে মিলটি নেয়ার চেষ্টা মিলের শ্রমিক-কর্মচারীসহ এলাকার সর্বস্থরের মানুষ রুখে দেয় চালু থাকে বিজেএমসি’র নিয়ন্ত্রণে। সরকারের বিরাষ্ট্রীয়করন নীতিমালার গেজেটে মিলের ব্যবস্থাপনা হস্তান্তরের ক্ষেত্রে নুন্যতম শেয়ার সংখ্যা ৫১% উন্নিত করার বিষয়ে উল্লেখ করে।
মিলটিতে সরকারের শেয়ারের পরিমান শতকরা ৭৮.৩৫% এবং মেসার্স শিল্প প্রতিষ্ঠান লিঃ এর শেয়ারের শতকরা মাত্র ১৬.৮০% আর ব্যক্তি মালিকানাধীন শেয়ার শতকরা ৪.৮৫%। এই অবস্থায় মিলটিকে নিয়ে কথিত মালিক জগলুল মাহমুদ ষড়যন্ত্র করে মিলটি বন্ধ করে রেখে মিলের দেড় হাজার শ্রমিকের বকেয়া পাওনা আটকে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে অবিলম্বে মিলটির শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধ এবং সরকারী সম্পত্তি ভুয়া মালিকের কাছ থেকে রক্ষায় তিন দিনের কর্মসুচি ঘোষনা করে।
ঘোষিত কর্মসুচি অনুযায়ী আগামী ২৬ ফেব্রয়ারী বুধবার সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ২৯ ফেব্রয়ারী শনিবার সকাল ১০টায় মিল সম্মুখে খুলনা যশোর মহাসড়কে এক ঘন্টা মানববন্ধন এবং ৪ মার্চ বুধবার সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবের সামনে ১ঘন্টা মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে এ সময় জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, পাটকল জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ হারুন অর রশিদ মল্লিক, জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.