Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অশালীন ইঙ্গিত ও হাতাহাতির জন্য বাংলাদেশের ৩ জন,ভারতের ২ জন ক্রিকেটারকে শাস্তি আইসিসির।।খুলনার খবর২৪



    খুলনার খবর২৪।। দক্ষিণ  আফ্রিকার পচেফস্ট্রুমে গত রোববার (৯ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে ট্রফি জেতার পরে মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বিবাদের কারণে দুই দেশের মোট পাঁচজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বচ্চো নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।



    দুদলের ক্রিকেটারদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় ক্রিকেটার আছে। ম্যাচ শেষে দুদলের ক্রিকেটারদের মাঠের মধ্যেই  ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।গত রোববার ৪৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ ভারতীয় ক্রিকেটারদের সামনে যখন উদযাপনে ব্যস্ত বাংলাদেশ যুব দল, সেসময় টিভি সম্প্রচারের ক্যামেরায় দেখা যায় দুদলের খেলোয়াড়দের জটলা ও ধাক্কাধাক্কি করতে। বিষয়টি নিয়ে পরদিন সোমবার বাংলাদেশ ও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।




    বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন , শামিম হোসেন,রাকিবুল হাসানত এবং ওহিদ হৃদয়। এদের  প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
    অন্যদিকে, ভারতের রবি বিষ্ণু ও আকাশ সিংকে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

    বাংলাদেশের অভিষেক দাসকে আউট করার পর 'খারাপ ভাষা ব্যবহার, অশালীন ইঙ্গিত এবং অবজ্ঞাসূচক অঙ্গভঙ্গির কারনে রবি বিষ্ণুকে দুটি বাড়তি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন, এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে।



    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad