চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রান হারালেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||ইয়াকুব রাজা|| চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান (৬৫)।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা স্টেশনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, অধ্যাপক মিজানুর রহমান ভোরে খুলনা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেনাপোলগামী সদ্য ছেড়ে দেওয়া একটি ট্রেনে দৌড়ে উঠতে যান। তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে রাখতে চেষ্টা করেন। কিন্তু দৌড়ে ওঠার কারণে হাঁপিয়ে গিয়েছিলেন এবং হ্যান্ডেল ধরে রাখতে পারেননি।এবং ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। ট্রেনে তার ডান হাত ও পা কাঁটা পড়ে। একইসঙ্গে মারাত্মক আঘাত পান।এসময় পুলিশ ও সাধারণ লোকের সহযোগিতায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা বিশ্ববিদ্যালেয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন মিজানুর রহমান। তিনি এ বিভাগের প্রধানও ছিলেন। স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।পারিবারিক সূত্রে যানা যায়, যশোরের গদখালীতে ফুল চাষ দেখতে যাবার সময় এই দূর্ঘটনা ঘটে। সে হিসেবে সকালে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উনি স্টেশনে যেতে একটু দেরি করেন। এবং ট্রেন ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান।এবং দূর্ঘটনা ঘটে।
No comments
please do not enter any spam link in the comment box.