কেএমপি ডিবি পুলিশের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি|| খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (কেএমপি ডিবি) অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গফফার আলী মোল্লা (৫৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কেএমপির অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গফফারের শ্যালক সাইফুল ইসলাম জাল টাকা তৈরি করে তাদের নিকট দেয়। তারা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছিল।
গত বৃহস্পতিবার রাতে নগরীরর খালিশপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.