Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা||খুলনার খবর২৪



    খুলনার খবর২৪|| নড়াইলের লোহাগড়ায় বদর খন্দকার (৪০) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে
    হত্যা করেছে দূর্বৃত্তরা।তার শরীর থেকে দুই পা ও এক হাত বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা।

    গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত বদর খন্দকার লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

    নিহতের  স্বজনরা জানায়,গতকাল সন্ধ্যায় কালনাঘাট এলাকার নিজ ইটভাটা থেকে মোটরসাইকেলযোগে বদর খন্দকার এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।একপর্যায়ে ধারালো অস্ত্রের কোপে বদর খন্দকারের দুই পায়ের হাঁটুর নিচের অংশ কেটে পড়ে যায়। এছাড়া তার বাম হাতের তিনটি আঙুলসহ ডান হাতের কবজি কেটে যায়।এ ঘটনায় লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করেন। খুমেক পৌঁছালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

    লোহাগড়া থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পাশাপাশি অস্ত্র উদ্ধারসহ সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad