Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ভদ্রানদীর উপর নির্মিতব্য চটচটিয়া ব্রীজে পাল্টে যাবে ডুমুরিয়া সহ চার উপজেলার যোগাযোগের দৃশ্যপট ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী|| ভদ্রানদীর উপর নির্মিতব্য চটচটিয়া ব্রীজের নির্মাণ কাজ শেষ হলেই খুলনার দক্ষিণের তিন উপজেলাসহ সাতক্ষীরার তালা উপজেলার জনসাধারনের যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি কমবে। সেতুটির ৭৫ ভাগ ইতোমধ্যে নির্মাণ শেষ হয়েছে।আশা করা হচ্ছে চলতি বছরের শেষদিকে এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

    প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি বাস্তবায়ন করছে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত বছর ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সার্কিট হাউস মাঠে ফলক উন্মোচনের মাধ্যমে চটচটিয়া-শিবনগর ব্রীজটির উদ্বোধন করেন।বাংলাদেশ সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত বছর ৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ডুমুরিয়া উপজেলার বসুন্দিয়া বাজার হয়ে (চটচটিয়া-শিবনগর) সড়কের ভদ্রা নদীর ওপর ৩১৫ দশমিক ৩০ মিটার লম্বা পিসি গার্ডার সেতু নির্মাণকাজ বাস্তবায়ন করছে। ইতিমধ্যে সেতুর ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। উপজেলা ও ইউনিয়ন সড়ক দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বিশাল বাজেটের এ সেতুটি নির্মাণ কাজ চলছে।

    খুলনা-৫ ( ডুমুরিয়া-ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ) আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শিক্ষাবিদ নারায়ন চন্দ্র চন্দ বলেন, খুলনার দখিনের তিন উপজেলা ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা কৃষি ও মৎস্য সম্পদে ভরপুর। তাদের যোগাযোগের ক্ষেত্রে চরম ভোগান্তি হয়। দীর্ঘ পথ যানবাহনে চলাচল করতে একদিকে যেমন সময় ও অর্থ ব্যয় হয় অপরদিকে ভোগান্তিও হয়। সেদিক বিবেচনা করে বর্তমান সরকার আমলে সেতুটি নির্মাণের উদ্যোগ ও বাস্তবায়ন হচ্ছে। সেতুটি চালু হলে এ অঞ্চলের মানুষেরা সহজে খুলনা শহরে যেতে পারবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad