ঝিনাইদহ শহরের গুরুত্বপুর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন||খুলনার খবর২৪||
খুলনার খবর২৪|| মুজিববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসসহ আরো অনেকে।
সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় জেলা পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, হামদহসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ১’শ টি আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। যা জেলা পুলিশের কার্যালয় থেকে নিয়ন্ত্রন করা হবে। এতে করে শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে জীবন যাত্রার মান উন্নয়ন করবে।
No comments
please do not enter any spam link in the comment box.