খুলনায় ১৪২ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনার একটি আবাসিক হোটেল (হোটেল শাহীন) থেকে ১৪২পিস ইয়াবাসহ মোঃ আকাশ রহমান (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরীর একটি অবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা 'ক' সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেলের ৪র্থ তলার ৪৬নং কক্ষ থেকে পুলিশ সদস্য মোঃ আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। তার পুলিশ কনস্টেবল নং ৪১৫ বলে জানিয়েছেন তিনি।এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.