খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন এখন থেকে সপ্তাহে ২ দিন চলবে।।খুলনার খবর২৪।।
খুলনার খবর২৪।। খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন এখন থেকে সপ্তাহে ২দিন চলাচল করবে।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনা রেলস্টেশনে নতুন সময়সূচি অনুযায়ী বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও ভারতের রাজেশ কুমার রায়না(সহকারি হাই কমিশনার)।দুজনে সবুজ পতাকা নেড়ে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন।
এর আগে সকালে ২৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বন্ধন ট্রেন খুলনায় এসে পৌঁছায়।এবং খুলনা থেকে কলকাতায় গিয়েছেন ৩২ জন যাত্রী।
রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন থেকে প্রতি সপ্তাহের (রবিবার ও বৃহস্পতিবার) দু দিন খুলনা-কলকাতা ট্রেন চলাচল করবে। একই সাথে ৪৫৬টি আসনের ট্রেনটিতে যাত্রী সংখ্যা বৃদ্ধিতে ভাড়া কমানো ও বেনাপোলসহ ভারতের আরও কয়েকটি স্টেশনে যাত্রী উঠানো-নামানোর প্রস্তাব করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.