খুলনা মহানগরীর ‘রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স' সিলগালা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা মহানগরীর ‘রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’ এর বিভিন্ন অনিয়মের কারনে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক ও তত্ত্বাবধায়কে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সামসুর রহমান রোড এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসবাহ উদ্দিন ও মোঃ মিজানুর রহমান। অভিযান কালে “রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স” এ বিভিন্ন অনিয়ম চোখে পড়ে। যার মধ্যে, ২০১৭ সালের পর প্রতিষ্ঠানটি অদ্যবধি কোন লাইসেন্স নবায়ন করেনি।মালিক অষ্টম শ্রেণি পাস এবং নিজেই ল্যাব টেকনেশিয়ান হিসেবে কর্মরত।ডিউটি ডাক্তার ও নার্সের অনুপস্থিতি, ডাক্তারের উপস্থিতি তালিকায় স্বাক্ষর ভুয়া, এক্সরে রুম, অপারেশন থিয়েটার ও ল্যাব অপরিষ্কার। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক কল্যাণ সরকার ও তত্ত্বাবধায়ক অরুপ সরকারকে যথাক্রমে ৭ দিন ও ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.