যৌন হয়রানির অভিযোগে খোকসার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪|| যৌন হয়রানির অভিযোগের খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক বিদ্যুত কুমার দাসের বিরুদ্ধে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিরা সুলতানা যৌন হয়রানীর অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ১০ কার্যদিবসের মধ্যে মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় বিক্ষুদ্ধ হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।তবে তদন্ত শুরুর আগেই ওই দুই শিক্ষকের অনৈতিক সম্পর্কের ছবি ও ভিডিও ভাইরাল হয়।
খোকসা জানিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আলী বলেন, অভিযুক্ত শিক্ষকদের মৌখিক ভাবে স্কুলের কাজ থেকে বিরত রাখা হয়েছে। এ ছাড়া তাদের চলতি এসএসসি পরীক্ষার কাজ থেকেও তাদের দূরে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা জানান, অভিযুক্ত শিক্ষকদের বিদ্যালয়ে না আসার জন্য নোটিশ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের নৈতিক কার্যকালাপের অডিও, ভিডিওসহ প্রচুর তথ্য পাওয়া গেছে।
সোমবার তদন্ত প্রতিবেদন জমার পর মাধ্যমিক শিক্ষা প্রশাসনকে অবহিত করা হবে। তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে তিনিও আশা করছেন।
No comments
please do not enter any spam link in the comment box.