সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলা ও দুপুরে সাতক্ষীরার পলাশপোলে এসপির বাংলোর সামনে এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া বেইলি ব্রিজ সংলগ্ন দূর্ঘটনায় জানা যায়,নিহত গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিকে থেকে একটি ইটবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে গনেশ দাস। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইটবোঝাই ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।
অপরদিকে,সাতক্ষীরা শহরের পলাশপোল এসপি বাংলার সামনে খুলনাগামী বাসচাপায় শ্রমিক গোলাপ সরদার নিহত হয়েছেন। জানা গেছে খুলনা থেকে সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস শহরের পলাশপোল এসপি বাংলোর সরকারি বাসভবনের সামনে আসলে পথচারি গোলাপ রহমান (৪৫) কে চাপা দিয়ে বাসটি দ্রুত টার্মিনালে চলে যায়।নিহত গোলাপ রহমান সাতক্ষীরার পরানদহ গ্রামের দুল্লাত সরদারের ছেলে।নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.