কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪|| কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
গত রবিবার বেলা ১১টায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মাঠে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। এর আগে কৃষি মেলা উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি অধিপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক এ কে এম হাসিবুল হাসান।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি মেলার স্টল পরিদর্শন করেন।
No comments
please do not enter any spam link in the comment box.