খুলনার রূপসায় স্কুল ছাত্রী ধর্ষণকারীর বিচারের দাবিতে মানববন্ধন ।।খুলনার খবর২৪।।
খুলনার খবর২৪।। খুলনার রূপসা উপজেলার পালেরবাজারে কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের উদ্যোগে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে অভিযুক্ত ইমদাদ মল্লিকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতাকাল সোমবার (১০ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহন করে।মানববন্ধনে বক্তারা ধর্ষক ইমদাদুল মল্লিকের সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবী জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা প্রদান, এলাকার শান্তি শৃংখলা রক্ষা এবং শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবী জানান।পাশাপাশী প্রশাসনের উদাসীনতার চরম নিন্দাও জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক সরদার, ইউপি সদস্য কামরুল ইসলাম, আমিনুল ইসলাম সাগর, আজগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোমন্ত ধরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রবৃন্দ।
ঘটনার বিবরনে জানা যায়, গত বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে শ্রীফলতলা ইউনিয়নের বক্কার হুজুরের বাড়ীর পাশ দিয়ে যাবার সময় এক স্কুল ছাত্রীকে অপহরন করে পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষন করে এক বখাটে।এবং পরদিন বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা পালেরহাট পুলিশ ফাঁড়ীতে লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের বখাটে পুত্র ইমদাদুল মল্লিক ছাত্রীটিকে স্কুলে যাবার পথে নিয়মিত উত্যক্ত করতো।গত বুধবার রাতে সে ওই এলাকার বক্কার হুজুরের বাড়ীর পাশ দিয়ে যাবার সময় ছাত্রীটিকে অপহরন করে পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণ করে।এই মর্মে লিখিত অভিযোগ করে। পরদিন শুক্রবার সকালের দিকে পালের হাট পুলিশ ফাঁড়ীর সদস্যরা আসামী ইমদাদুল মল্লিককে আটক করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
No comments
please do not enter any spam link in the comment box.