শীতের শেষে কুয়াশা ঢাকা খুলনা নগরী||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম|| ষড় ঋতুর বাংলাদেশে চলছে বসন্তকাল। বারো মাসের তের পার্বণের এ দেশ। পঞ্জিকা অনুযায়ী বসন্তকাল এখন।
কিন্তু প্রকৃতিতে চলছে শীতের আমেজ।বসন্তের এ শুরুতেই গ্রাম কিংবা শহরে সবখানেই দেখা যাচ্ছে নতুন ফুল, পাতার সমারোহ। তারপরও দেশের সর্ব উত্তরের জনপদ দেশের শীত প্রবল এলাকাজুড়ে চলছে পুরো শীতের আবহ।সেই সাথে দক্ষিণাঞ্চলেও কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে।
কুয়াশার চাদরে ঢাকা সকালে চারদিকে শুধুই সাদা ও নীরস প্রকৃতির হালকা অন্ধকার। দিগন্তজুড়ে যতদূর চোখ যায় সাদা সাদা জমাট বাঁধা বিন্দুর আবরণে ঢাকা রয়েছে শীত নামের এক ঋতু। হিম হিম অনুভব, এ যেন শীতের বিদায়ক্ষন। গত কয়েকদিন ধরে বেশ গরম অনুভুত হলেও আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালটা যেন অন্যরকম।সারা শহর কুয়াশার চাদরে ঢেকে গেছে।বসন্ত শুরু হয়েছে এ যেনো শীতের বিদায় বার্তা জানান দিচ্ছে।প্রকৃতির বিচিত্র উপাদান ও অনুষঙ্গের মাঝে উল্লেখযোগ্য ঋতুটিই শীত। শীতের সঙ্গে কুয়াশার মধ্যেই দেখা যাচ্ছে আবহমান বাংলার চিরচেনা এসব দৃশ্য।
No comments
please do not enter any spam link in the comment box.