যশোরে পুলিশের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার||আটক ২||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| যশোরে জেলা পুলিশের অভিযানে ৫ টি আগ্নেয়াস্ত্র ও ৭২টি গুলি উদ্ধার করেছে।গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)।
গতকাল শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারি) ভোর রাতের দিকে কোতোয়ালি থানাধীন সিরাজসিংহ এলাকায় জেলা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি শুটারগান, ২ টি পিস্তল, ২টি পাইপগান ও ৩০ রাউন্ড পিস্তলের গুলি, শর্টগানের ৩৭ রাউন্ড এবং এসএমজির ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী অস্ত্র মজুদ করে রেখেছে। এরপর শুক্রবার ভোর ৪টার দিকে তিনি কোতোয়ালী থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যান এবং তাদের বাড়ি থেকে পিতা-পুত্রকে আটক করেন। তারপর তাদের দেওয়া তথ্য মতে বাড়ির পাশের একটি কবরস্থান থেকে মাটি খুড়ে একটি নাইনএমএম পিস্তল, একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ওয়ান শুট্যার গান, দুটি পাইপগান, ৩৭ রাউন্ড শর্টগানের সীসা বুলেট, ৫ রাউন্ড এসএমজির বুলেট, ৩০ রাউন্ড নাইনএমএমের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক পিতা-পুত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। একইসাথে তাদের সাথে আরো কেউ জড়িত আছে কী না সে বিষয়ে জানতে তদন্ত অব্যাহত আছে।
No comments
please do not enter any spam link in the comment box.