খুলনায় স্কুল-কলেজের সামনে বখাটের উৎপাত রোধে পুলিশের বিশেষ অভিযান||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি|| বিভিন্ন স্কুল ও কলেজগামী ছাত্রী ও অভিভাবকদের চলাচল নির্বিঘ্নে ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের সামনে থেকে অর্ধশতাধিক যুবক ও কিশোরকে আটক করা হয়।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়াঁশি এ অভিযান পরিচালনা করা হয়।এতে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। এই ধরণের কর্মকান্ডের সাধুবাদ জানিয়েছে অভিভাবক সহ সাধারন সকল মানুষ।আর যেন কোন স্কুল ও কলেজের সামনে কোন প্রকার বখাটেপনা না হয় এই শর্তে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকদের নিকট সোপর্দ করা হয়।
তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবিরের নির্দেশনায় গতকাল বুধবার সকালে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজ গুলোর সামনে পৃথকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ। স্কুল ও কলেজের সামনে ও যাতায়াতের রাস্তায় যাতে কোন ছাত্রী ও অভিভাবকগণ উত্যক্তকারী কোনো যুবক বা কিশোররের শিকার না হয় সে লক্ষে কেএমপি পুলিশের এ অভিযান এখন থেকে অব্যাহত থাকবে।
No comments
please do not enter any spam link in the comment box.