Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় ১০০ বোতল ফেন্সিডিলসহ খুলনার কণ্ঠের সম্পাদকসহ আটক ৩||খুলনার খবর২৪||

    ছবি-সংগৃহিত 

    খুলনার খবর২৪||১০০ বোতল ফেন্সিডিলসহ অনলাইন নিউজ পোর্টাল খুলনার কণ্ঠের সম্পাদক,শেখ রানা ও তার দুই সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফুলতলা উপজেলার যুগ্নিপাশা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।আটক সাংবাদিক শেখ রানার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন রায়েতকান্দি এলাকায়। তার দুই সহযোগী মোঃ সোহেল শেখের বাড়ি মুন্সিগঞ্জে এবং প্রাইভেটকার চালক মাহামুদ হাসানেরর বাড়ি বাগেরহাটের রামপালে।

    খুলনা গোয়েন্দা পুলিশের (অফিসার ইনচার্জ) তোফায়েল আহমেদ জানান, তাঁর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন যুগ্নিপাশা শেষ সীমানা সংলগ্ন স্পিড ব্রেকারের কাছে পৌছালে উক্ত প্রাইভেটকার দুইটি তল্লাশির উদ্দেশ্যে সিগন্যাল দিলে ডিবি পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালানোর সময় সরকারী পিকআপ এর মাধ্যমে ব্যারিকেড সৃষ্টি করে ঢাকা মেট্রো খ-১২-৬৯৭৫ প্রাইভেটকারটি আটক করলেও আর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চালিয়ে খুলনার দিকে চলে পালিয়ে যায়।আটককৃত প্রাইভেটকারটি তল্লাশি করে উক্ত প্রাইভেটকার এর পিছনে বসা কথিত সাংবাদিক শেখ রানা ও সোহেল শেখ এর পায়ের কাছে দুইটি ব্যাগে থাকা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    এ বিষয়ে তিনি বাদী হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করেছেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad