কুস্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গত বুধবার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শিবপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে শিপন এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রফিকুল আলম ওরফে বাদশা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার শিপন ও রফিকুল আলমের দেয়া তথ্যমতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ অস্ত্র উদ্ধার করে র্যাব-১২।
পরে র্যাব-১২ এর সিপিসি-১ এর জেসিও ডিএডি আলী আনছার বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শিপন ও রফিকুল আলমের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ১ নভেম্বরে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, অস্ত্র মামলায় আসামি শিপন ও রফিকুল আলম ওরফে বাদশার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে আদালত।
No comments
please do not enter any spam link in the comment box.