ক্রিকেটে যুবদের বিশ্ব জয় ||ভারত বধের নায়ক আকবর||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বিশ্বকাপের ফাইনালে গতকাল ভারতকে হারিয়ে যুুুব বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।ভারতের ১৭৭ রানের জবাব দিতে নেমে ভালোই এগুচ্ছিল বাংলাদেশ। বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলে জুনিয়র টাইগাররা। কিন্তু মাত্র ১০২ রানের মাথায় ছয় উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় যুবারা। তবে অধিনায়ক আকবরের দায়িত্বশীল ব্যাটে অবশেষে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
শুরুতে ভালো খেললেও মধ্য ওভারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।টালমাটাল অবস্থায় দলের কান্ডারি হয়ে হাল ধরেন অধিনায়ক আকবর।সাথে যোগ দেন আঘাত প্রাপ্ত হয়ে মাঠ ছেড়ে যাওয়া ইমন।দুজনের ব্যাটিংয়ে এর মধ্যে হ্যামস্ট্রিংয়ে (থাইয়ের নিচে) টান পেয়ে মাঠ ছাড়েন ওপেনার পারভেজ হোসেন ইমন। সেই ইমন আবারও মাঠে ফিরে করলেন দারুণ লড়াই।
খোঁড়াতে খোঁড়াতে অধিনায়ক আকবর আলির সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন ইমন। বাংলাদেশ জয় থেকে যখন ৩৫ রান দুরে তখন বিগশট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেছেন তরুণ বাঁ-হাতি ক্রিকেটার।
ফেরার আগে ৭৯ বল খেলে ৪৭ রান করেছেন। ৩২ ওভার শেষে বাংলাদেশের স্কোর তখন ৭ উইকেটে ১৪৩। এরপর রাকিবুল হাসানকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক আকবর আলি। হাতে বল বেশি থাকায় তাড়াহুড়া না করে ধীরলয়েই ছুটছিলেন লক্ষ্য পানে।
তবে জয় থেকে যখন মাত্র ১৫ রান দূরে। ঠিক তখনই হুড়মুড়িয়ে নামে বৃষ্টি। যাতে বন্ধ হয়ে যায় ঐতিহাসিক ফাইনাল ম্যাচের খেলা। ৪২ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক আকবর আলি।
এদিকে, আশার কথা হচ্ছে, বৃষ্টি থেমে গেছে। কাটা হয়েছে ৪টি ওভার। ফলে নতুন করে নির্ধারিত হয়ে বাংলাদেশের লক্ষ্যমাত্রা। আর তা হলো ৪৬ ওভারে ১৭০। অর্থাৎ জিতে ইতিহাস গড়তে হলে টাইগারদের করতে হবে ৩০ বলে মাত্র ৭ রান। হাতে রয়েছে তিনটি উইকেট। যা একেবারেই হাতের নাগালে।
No comments
please do not enter any spam link in the comment box.