Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে উদ্ধারকৃত অস্ত্রের রহস্য উম্মোচন ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||  যশোরের অভয়নগরে সেই অস্ত্র উদ্ধারের রহস্য উম্মোচন করেছে অভয়নগর থানা পুলিশ ও যশোর জেলা ডিবি পুলিশ।

    পুলিশের দেয়া তথ্য মতে, চরমপন্থী পরিচয় এ সন্ত্রাসী গ্রুপ দীর্ঘ দিন যাবৎ অভয়নগর ও মণিরামপুর উপজেলার ঘের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজী করে আসছিলো।আদিত্য ও হিরামণ গ্রুপ নামে এ সন্ত্রাসী গ্রুপের হাতে রয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্রকে পুঁজি করেই তারা চাঁদাবাজী চালিয়ে আসছিলো। আর তাদের এ আগ্নেয়াস্ত্র সরবরাহসহ সন্ত্রাসী কর্মকান্ডের কলকাঠি নেড়ে আসছে ভারতে বসবাসরত দীপংকর নামে জনৈক ব্যক্তি। সম্প্রতি দীপংকরের সাথে আদিত্যের মণোমালিন্যকে কেন্দ্র করে একচ্ছ্বত্র আধিপত্য বিস্তার করতে জাল ফেলে দীপংকর।আর তার সহযোগী হিসেবে বেছে নেয় হিরামণ ও কুমারেশ নামে গ্রুপের দুই সদস্যকে। আদিত্যকে ফাঁসিয়ে একক আধিপত্য বিস্তারের জন্য কুমারেশকে দিয়ে আদিত্যের বাড়ির ধানের গোলায় অস্ত্র রেখে আসে কুমারেশ। আর এ কাজে তাকে সহযোগিতা করে হিরামণ। পরে পুলিশ ওই ধানের গোলা থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবার, ২ রাউন্ড কার্তুজসহ দুই সন্ত্রাসীকে আটক করে।

    আটককৃতরা হলো, যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের সমার মল্লিকের ছেলে কুমারেশ মল্লিক, জগদীশ শিকদারের ছেলে হীরামন শিকদার। রবিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। এছাড়া সম্প্রতি মণিরামপুর উপজেলায় দুই ঘের মালিককে গুলি করার ঘটনায় সংশ্লিষ্ঠতার অভিযোগে আদিত্য রায়কে আটক করে কারাগারে পাঠায়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad