খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনায় জাতীয় ভোটর দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড ও নতুন ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২মার্চ) খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। মেয়র বলেন, এখন প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সঠিক ভোটার তালিকা প্রণয়নের আগে ২০০৭-২০০৮ সালের সাবেক তালিকায় এক কোটি ৩০ লাখ ভোটারের অস্তিত্ব নিয়ে আপত্তি ছিল। এখন ১৮ বছর বয়সের সাথে সাথে প্রত্যেকে সঠিক জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।
খুলনার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।
No comments
please do not enter any spam link in the comment box.