ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত ||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪|| সোনালী আশেঁর সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মো: আব্দুল্লা আল মামুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকীসহ আরও অনেকে। অনুষ্ঠানে ৬ উপজেলার পাট চাষী ও ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন।এসময় বক্তারা, পাটের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে দেশীয় পাটবীজ উৎপাদনে ও মৌসুমে পাটের ন্যায্য মুল্যে নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পরে জেলার ৬ জন শ্রেষ্ঠ পাট, পাটবীজ উৎপাদনকারী ও পাটের বস্তা ব্যবহারকারীদের পুরস্কৃত করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.