খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা গতকাল রবিবার সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখা এবং কেউ যাতে মজুদ করে পণ্যের সংকট তৈরি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার নিদের্শনা দেয়া হয়। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয়েও আলোচনা করা হয়। সভায় জানানো হয়, খুলনা জেলায় গত ফেব্রæয়ারি মাসে রাহাজানি ১টি, চুরি ৪টি, খুন ৩টি, অস্ত্র আইন ৪টি, দ্রæত বিচার ১টি, ধর্ষণ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য ৫৬টি এবং অন্যান্য আইনে ৬৫টি সহ মোট ১৪৯টি মামলা দায়ের হয়েছে। জেলা অধিক্ষেত্রে জানুয়ারি ২০২০ মাসে এ সংখ্যা ছিল ১৫৬টি। খুলনা জেলায় গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রæয়ারি মাসে ০৭টি মামলা হ্রাস পেয়েছে।
খুলনা মহানগরীতে গত মাসে রাহাজানি ২টি, চুরি ৭টি, খুন ১টি, অপহরণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, নারী ও শিশু পাচার ২টি, মাদকদ্রব্য ১২৯টি এবং অন্যান্য আইনে ২৪টি সহ মোট ১৭৫টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরী অধিক্ষেত্রে গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৭৯টি। খুলনা মহানগরীতে গত জানুয়ারি মাসের তুলনায় ০৪টি মামলা হ্রাস পেয়েছে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, উপপুলিশ কমিশনার এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনিচুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.