Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় জাতীয় পাট দিবস পালিত||খুলনার খবর২৪||


    খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি ||গতকাল শুক্রবার সারাদেশের ন্যায় খুলনায় জাতীয় পাট দিবস পালিত হয়।এবারে শ্লোগান হলো 'সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ দিবসটি পালন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি হাদীস পার্ক থেকে শুরু হয়ে খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।


    পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।খুলনা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতি জেলা প্রশাসক বলেন, সরকার পাটকল সমূহের আধুনিকায়ন ও বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে পাটখাতের অতীত গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পলিথিন বর্জন করে সকল ক্ষেত্রে পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে।‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ অনুসারে ধান, চাল, গম, সার, চিনি, ভূট্টা, মরিচ, হলুদ পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আটা, ময়দাসহ মোট ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। তিনি বলেন, পাট উৎপাদনের কোন বিকল্প নেই। পাটের সাথে যারা জড়িত যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে পাটের অতীত গৌরব ফিরিয়ে আনা সম্ভব।

    আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ক্রিসেন্ট জুট মিলস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক খান মোঃ কামরুল ইসলাম, জেলা কৃষি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানসহ আরো অনেকে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad