সাতক্ষীরায় আধিপত্য বিস্তার ও একটি মেয়েকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ||আহত ৫||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| আধিপত্য বিস্তার ও একটি মেয়েকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৫জন।বর্তমান জেলা কমিটিবিহীন ছাত্র লীগের নেতাদের মধ্যে নতুন কমিটির সভাপতি ও সম্পাদক পদ নিয়ে আশিক গ্রুপ ও পারভেজ গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাদের মধ্যকার বিরোধের জেরেই এই সংঘর্ষ ঘটেছে বলে দাবী একাধিক সূত্রের।
জেলা ছাত্রলীগের আশিক জানান, ইব্রাহীম, নিশান ও সাকিবসহ কয়েকজন ছাত্র গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল। এ সময় পারভেজ গ্রুপ সমর্থিত ফরহাদের সাথে সিগারেট খাওয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় ছুরিকাঘাত করে হামলার ঘটনা ঘটে। পারভেজ গ্রুপ সমর্থকরা জানান আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক, আদনান এই হামলার জন্য দায়ী। এতে কলেজ ছাত্র উজ্জ্বলসহ কয়েকজন আহত হন। উজ্জ্বল জানান আশিক গ্রুপ সজীব ও ফরহাদকে মারপিট করছিল। উজ্জ্বল তাদের ঠেকাতে গেলে তিনিও আহত হন।
সদর থানা পুলিশের এসআই নুর আলম জানান, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। লিজা নামের ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনা জানতে মেয়েটির জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক করা হয়েছে ১১ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
No comments
please do not enter any spam link in the comment box.