খুলনায় মুজিবশতবর্ষ উপলক্ষে বিএনসিসির বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি||মুজিবশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১টি জেলার বাছাইকৃত ৮০ জন ক্যাডেটদের সমম্বয়ে খুলনার শিরোমণিতে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় এই বিশেষ ক্যাম্পে ক্যাডেটদের বলিষ্ঠ নেতৃত্ব ও বিভিন্ন দিক সম্পর্কে ধারনা দেওয়া হয় এ এছাড়া ক্যাডেট দের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং, রণকৌশল, খেলাধুলা, নাচ ও গানসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়।মুজিবশতবর্ষ উপলক্ষে বিশেষ ক্যাম্পের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল রাহাত নেওয়াজ।
এছাড়া বিএন সিসিও ক্যাপ্টেন মোঃ রবিউল ইসলাম ও বিএনসিসির লেঃ আনজুম সুলতানা সহ অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যাক্তিবর্গ ক্যাম্প পরিচালনা করেন। গত ১০ মার্চ থেকে আজ ১৫ মার্চ পযর্ন্ত চলবে এ বিশেষ ক্যাম্প।
No comments
please do not enter any spam link in the comment box.