যশোর-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় থ্রী হুইলারের ২জন নিহত,আহত ৩||খুলনার খবর২৪
খুুলনার খবর২৪|| যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রী হুইলারের ২জন নিহত ও আহত হয়েছে ৩জন।
গতকাল রোববার ১ মার্চ সকাল নয়টার দিকে সদর উপজেলায় এ দুঘটনা ঘটে৷নিহতদের স্বজনরা জানান, গতকাল রোববার সকালে যশোর শহর থেকে থ্রী হুইলার যোগে যশোর-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে তারা সকলেই চুড়ামনকাঠি যাচ্ছিল৷পথিমধ্যে শানতলা এলাকায় এসে পৌছালে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়৷ এসময় থ্রী হুইলারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়৷ পরে স্থানিয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসান আলী বিশ্বাস(২৭) ও তানিয়া(৩৮)কে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং আহত অপর তিন জনকে হাসপাতালে ভর্তি করেন৷ আহত তিন জনের অবস্থাও আশংকা জনক৷
নিহতরা হলেন, সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস(২৭) ও বাঘারপাড়া উপজেলার খলসী বহরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী তানিয়া খাতুন(৩৮)।
No comments
please do not enter any spam link in the comment box.