চুয়াডাঙ্গার দামুড়হুদা ডিউটি পালনকালে ট্রাকচাপায় পুলিশের (এসআই)নিহত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| চুয়াডাঙ্গার দর্শনা মহাসড়কের দামুড়হুদা ওদুদ শাহ কলেজের সামনে ট্রাকচাপায় মিল্টন সরকার (৩২) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
গতকাল রোববার (৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন সরকার দামুড়হুদা থানা পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,গতকাল রোববার রাতে এসআই মিল্টন সরকারসহ একদল পুলিশ দামুড়হুদা ওদুদ শাহ কলেজ সংলগ্ন সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করলে ঘাতক ট্রাকচালক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটাস্থলেই তার মৃত্যু হয়।তবে ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.