মাগুরায় পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের ৩ জরুরি নির্দেশনা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের নের্তৃত্বে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তবর্গ, সাংবাদিকবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান হতে শহর পরিস্কার রাখতে ৩ নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
১|সকল দোকানের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ময়লা রাখার ঢাকনাযুক্ত বিন রাখতে হবে।
২|কোন ময়লা-আবর্জনা বাহিরে অথবা ড্রেনে ফেলা যাবে না।
৩|দোকানের সামনে রাস্তার অংশে সামিয়ানা টাঙিয়ে দোকান বর্ধিত করা যাবেনা।
এসকল নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোকানের সামনে ময়লা দূরীকরণ ব্যবস্থা না থাকলে দোকানের ডিলিং লাইসেন্স নবায়ন করা হবে না বলেও জেলা প্রশাসক মাগুরার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.