শিশুদের চলচ্চিত্র ও অভিনয় বিষয়ক কর্মশালার উদ্বোধন||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনায় শিশুদের অংশগ্রহণে চলচ্চিত্র ও অভিনয় বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত।তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিশু প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন।
গতকাল শনিবার (৭ মার্চ) নগরীর আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এ কর্মশালার আয়োজন করে। সকালে কর্মশালার উদ্বোধন করেন বিসিটিআই’র প্রধান নির্বাহী ড. মহিউদ্দীন আহমেদ।
বক্তারা বলেন, চলচ্চিত্র হলো মানুষের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম, যা মনোজাগতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রে সত্যের জয়, মিথ্যার পরাজয় ঘটে। সিনেমা হল হলো মানসিক স্বাস্থ্যের চিকিৎসাকেন্দ্র। সুস্থ্য ও সৃজনশীল চলচ্চিত্র দেশের সাংস্কৃতিক বিকাশের অন্যতম একটি ধারা। এ কর্মশালা শিশুদের চলচ্চিত্র নির্মাণের ধারণা এবং ভবিষ্যতের দক্ষ কলা-কৌশলী ও নির্মাতা তৈরিতে ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
No comments
please do not enter any spam link in the comment box.