রাজবাড়ির পাংশায় শিক্ষককে গুলি করে হত্যা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রামের আসাদুল খান (৪৮) নামে এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত আসাদুল খানের পিতা মৃত খোরশেদ খান। এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত বৃহঃপতিবার( ১২ মার্চ) রাতে নিহত আসাদুল খান নিজ গ্রামে তার অসুস্থ চাচা মো. খলিলুর রহমান খানকে দেখে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায়। এরপর তার পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে গড়াই নদীর পাড়ে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পাংশা থানার ওসি মো. আহসান উল্লাহ পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আসাদুল খানের লাশ উদ্ধার করেন।
আসাদুল খানের ভাতিজা মাসুদুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় জজ আলী বিশ্বাসের লোকজন তাকে হত্যা করতে পারে। জজ আলী বিশ্বাস এবং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে। আসাদুল খানের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.