খুলনায় করোনা আক্রান্তদের চিকিৎসা হবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার মূল কেন্দ্র হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। তবে
সাধারণ ফ্লুসহ অন্য রোগের চিকিৎসা হবে খুলনা জেনারেল হাসপাতাল,
কেসিসির স্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি সকল ক্লিনিকে,আর
বিশেষায়িত চিকিৎসা হবে আবু নাসের হাসপাতালে।
এ সকল হাসপাতালে চিকিৎসা প্রদানকালে কোন রোগীর মধ্যে করোনা ভাইরাসের আশংকা দৃশ্যমান হলে সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও চিকিৎসা প্রদানের করা হবে। এ ছাড়া শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে হার্ট, কিডনি, নিউরোসহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি অন্যান্য রোগীদের (করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছাড়া) চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
গতকাল বুধবার (২৫ মার্চ) বিকালে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, এ ভাইরাসের প্রতিষেধক ঔষধ এখনো আবিষ্কার হয়নি। তাই প্রতিরোধই এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। সে কারণে আতংকিত না হয়ে এই রোগ থেকে রক্ষা পেতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। করোনার ছোবল থেকে খুলনাবাসীদের রক্ষায় তিনি সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহবান জানান। এবং সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করারও নির্দেশ দেন।
No comments
please do not enter any spam link in the comment box.