২১-৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব ধরণের কর্মকান্ড বন্ধ থাকবে||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ (শনিবার) ২১মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব ধরণের কর্মকান্ড বন্ধ থাকবে।গতকাল শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। পরে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১-৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সব কর্মকান্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেস ক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভুত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।
No comments
please do not enter any spam link in the comment box.