Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় মাসব্যাপি ১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু||মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক||


    খুলনার খবর২৪||শরিফুল ইসলাম||আজ বুধবার (১১ মার্চ) থেকে খুলনায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।মেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

    খুলনা চেম্বার অব কমার্স আয়োজিত বাণিজ্য মেলা এ বছর অনুষ্ঠিত হচ্ছে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। এবারও ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে মেসার্স চামেলী ট্রেডার্স।

    মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানায়, ইতোমধ্যে মেলার প্রস্তুতির কাজ শেষ হয়েছে।আজ বেলা সাড়ে ১১টার দিকে মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।  মেলার ৯৫ ভাগ স্টল বরাদ্দও শেষ হয়েছে। এবারের মেলায় বেশ কয়েকটি চমক রয়েছে। মেলায় আগত শিশুদের জন্য জাম্পার, ওয়াটার হাঁস, মিনিকার সহ বিনোদনের ব্যবস্থা রয়েছে।মেলা মাঠের সাঝখানে রয়েছে ড্যান্সিং ঝর্ণাসহ প্রথমবারের মত ২টি সেলফি টাওয়ারের ব্যবস্থাও।

    ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানান, এবারের বাণিজ্য মেলায় দেশ ও বিদেশের বিভিন্ন পণ্য রয়েছে। আরএফএল, ইটালিওনো, ভিশন, প্রাণ, সেভয় (সেনা কল্যাণের আইসক্রিম), ম্যাগি নুডুলস, পাকিস্তানি প্যাভেলিয়ন, কাশ্মিরী আচারসহ অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে স্টল উন্মুক্ত করেছে। মেলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যা’ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া নামাজের জন্য দর্শনার্থীদের রয়েছে বিশেষ ব্যবস্থা।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad