Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    দীর্ঘ ১৬ দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি খুলনার ব্যবসায়ীর স্ত্রী,সন্তানের||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||খুলনার ডুমুরিয়ায় পিয়া বেগম (২৮) নামের এক নারী  সন্তানসহ অপহরণের শিকার হয়েছেন। দীর্ঘ ১৬ দিনেও তাদের কোন সন্ধান না মেলায় প্রতিবেশীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী ব্যবসায়ী আজহারুল ইসলাম (৩৮)।

    এ ঘটনায় গত( ৪ মার্চ) ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী।প্রতিবেশিসহ ৪ জনের নামে মামলা করেছেন তিনি।এ ঘটনায়  একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আমাসীসহ বাকি আসামিরা পলাতক রয়েছে।

    মামলার এজহারে বলা হয়,  গত ১৮ ফেব্রুয়ারি সকালে পৌঁনে ৯ টায় তার স্ত্রী পিয়া বেগম একমাত্র কন্যা আস্থা খাতুনকে নিয়ে বাড়ির পাশে স্কুলের উদ্দেশ্যে যায়। এবং দুপুর সাড়ে বারোটার দিকে স্কুল থেকে ফেরার সময় তার স্ত্রী ও কন্যাকে মামলায় উল্লেখিত আসামীরা অপহরণ করে নিয়ে যায়।এবং দীর্ঘ ১৬ দিন পার হয়ে গেলেও আমার স্ত্রী,সন্তানের কোন খোঁজ মেলেনি।

    তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী সন্ত্যানকে নিয়ে স্কুলে যাওয়ার সময় সাকিব শেখ প্রায় উত্যক্ত করতো। আমি কয়েকবার তার পরিবারকে বিষয়টি অবহিত করলেও কোন সুফল হয়নি। পক্ষান্তরে সে আরো বেশি করে উত্যক্ত করতে শুরু করে। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তারা লাভবান হওয়ার আশায় আমার সন্তান ও স্ত্রীকে অপহরণ করেছে।‘আমার স্ত্রী পর্দাশীল। তাকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে। আমি আমার স্ত্রী ও সন্তানের জীবন সংশয়ের চিন্তায় আছি।

    এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ‘এঘটনায় গত ৪ মার্চ থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।’

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad