খুলনার রূপসায় বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকার অবস্থান||প্রেমিক লাপাতা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি ||খুলনার রূপসায় বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা মমতা আক্তার নীলা (১৮)।
এলাকাবাসি জানায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের শওকত আলী মীরের ছেলে মোঃ নাসিম মীরের (২৮) সাথে দীর্ঘ ৫ বছর ধরে একই গ্রামের মৃত মোস্তফা মুন্সির মেয়ে মমতা আক্তার নীলা (১৮) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরেই তারা স্বামী স্ত্রীর মত বিভিন্ন স্থানে যাওয়া আসা করে। যা উভয় পক্ষের পরিবার অবগত রয়েছে।এরই মধ্যে অসুস্থ হয়ে প্রেমিক নাসিম ঢাকা মেডিকেলে ভর্তি হলে তার পরিবার নীলাকে নাসিমের কাছে নিয়ে যায় সেবা করার জন্য। নাসিম সুস্থ হয়ে এসে এলাকায় প্রচার করে আমাদের বিবাহ হয়ে গেছে।বিষয়টি এলাকায় প্রচার হলে নীলা বেশ কিছুদিন ধরে প্রেমিক নাসিমকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। তবে নাসিম বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করে।
সর্বশেষ গত (৬ মার্চ শুক্রবার) রাত ১১টার দিকে নীলা নাসিমকে ফোন করলে তার সাথে কিছু সময় কথা হয়। ওইদিন গভীররাতে নাসিম মীরের বাড়িতে এসে অবস্থান নেয় নীলা। কিন্তু নাসিম টের পেয়ে কাউকে না বলে বাড়ি থেকে অন্যত্র চলে যায়। প্রেমিক নাসিম মীরের পরিবারের লোকজন নীলাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়। একপর্যায়ে নীলা বলেন আমাকে নাসিমের সাথে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব।পরে প্রেমিক নাসিমের পিতা-মাতা,বোন ও সমাজসেবক আবু আহাদ হাফিজ বাবু, রূবেল মীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নাসিমের সাথে নীলার ২দিনের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা পিতৃহারা নীলাকে জানালে সে শান্ত হয়ে নাসিমের বাড়িতে অবস্থান করে। কিন্তু বেঁধে দেওয়া সময় অতিবাহিত হলেও এখনো কোনো সমাধান না হওয়ায় অসুস্থ হয়ে পড়ছে প্রেমিকা নীলা।
এ ব্যাপারে রূপসা থানার সেকেন্ড অফিসার এস আই ইন্দ্রজীত মল্লিক বলেন, ‘মেয়েটি বর্তমানে নাসিমদের বাড়িতে আছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধিরা নাসিমের বাড়িতে শালিসী-বৈঠক করেন। শালিসী-বৈঠকে নাসিমের সাথে ওই মেয়েকে বিয়ে দেয়ার জন্য তার পিতা-মাতাকে বলা হয়। ছেলের পিতা-মাতা যদি শালিসী-বৈঠকের সিদ্ধান্ত পালনে ব্যর্থ হয় তাহলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.