ঝিনাইদহে রাস্তা সংস্কারে ধুলাবালি বন্ধে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি || সড়ক সংস্কার অব্যাহত রাখতে ও অনিয়মের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারে গতকাল সোমবার সকাল ১০ টা থেকে দুই ঘন্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
পরে র্যাব-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এবং জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানিয়রা জানান,প্রতিদিনই রাস্তা সংস্কারে ধুলাবালি উড়তে থাকায় চলাচল করতে খুবই কষ্ট হয়।এমনকি শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল।কয়েকবার নির্মান শ্রমিকদের অবহিত করা হলেও তার কর্নপাত করেনি।পরে অবরোধে যেতে বাধ্য হয়েছি।
ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুর রহমান জানান, সড়ক সংস্কারে ধুলাবালি উড়তে থাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসি তা প্রত্যাহার করেছে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, মহাসড়কের আশপাশে ডোবা, জলাশয় না থাকায় পানি দিতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, এখন থেকে নিয়মিত পানি দেয়ার চেষ্টা করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.